ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটের কনফারেন্স

অংশ নেবেন ১১ দেশের দেড়শ’ শিক্ষক-গবেষক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
অংশ নেবেন ১১ দেশের দেড়শ’ শিক্ষক-গবেষক সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে ১০ ও ১১ ডিসেম্বর নগরীর মোটেল সৈকতে দ্বিতীয়বারের মত ‘ফিজিক্স ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি’ শীর্ষক আন্তজার্তিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

এতে বাংলাদেশ, সুইডেন, ভারত, জাপান, সৌদি আরবসহ পৃথিবীর ১১ টি দেশের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণের মিলনমেলা বসবে। কনফারেন্সে পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সম্পর্কিত বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে।

এ উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কনফারেন্সের সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে অবহিত করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কনফারেন্সের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুর রশীদ, সহযোগী অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, সহকারী অধ্যাপক এইচ এম এ আর  মারুফ, আরজুমানআরা বেগম, মো.আশরাফ আলী,ড. অনিমেশ কুমার চক্রবর্তী, করিমুন্নেছা, প্রভাষক সাইফুল কবির, চুয়েটের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, দু’দিনব্যাপী আন্তজার্তিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভাপতিত্ব করবেন কনফারেন্স চেয়ার এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।  

কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে প্রথমদিন মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন-সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার নরদব্লাদ, জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাতোশি ওয়াতাউছি এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসানোরি নাগাও।

কনফারেন্সের দ্বিতীয়দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন-কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্ব টেকনোলজি’র ইমিরেটাস প্রফেসর অধ্যাপক ড. মৃণাল কে. ঘোষ, সৌদি আরবের কিং আবদুল্লাহ ইনস্টিটিউট অব ন্যানোটেকনোলজি এর গবেষক ড. খালিদ মুজাসাম বাট্টু।

আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮,২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad