ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ মিছিল। ছবি: মো. সরওয়ারুল আলম সোহেল, বাংলানিউজ

চট্টগ্রাম: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশ করে হেফাজত। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

প্রধান অতিথি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল কুদস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছেন।

এই স্বীকৃতি মুসলমানরা মেনে নেবে না। ট্রাম্প মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরাইলের স্বার্থে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম অধিবাসীদের স্বাধীনতার স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছেন।

সভাপতির ভাষণে মাওলানা হাফেজ তাজুল ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইজরাইলের রাজধানী স্বীকৃতির দেওয়ার সিদ্ধান্তকে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনিদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা হেফাজতের

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।