ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এলিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এলিট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেন চিটাগাং খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট

চট্টগ্রাম: মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিয়েছেন চিটাগাং খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি তরুণ ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ এলিট।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকাতালুক গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ক্ষতিগ্রস্তরা হলেন মো. মোশাররফ, মো. অজিউল্লাহ, মো. মাঈন উদ্দিন রুবেল, মো. সাইফুল ইসলাম, নুরুল মোস্তফা, নুরুল ইসলাম, মো. শাকিল শুক্কুর মিয়া, মো. সবুজ, মো. সাহিন, সফিউল্লাহ, ফরফুরের নেছা ও ফরিদা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেনাজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুবলীগ নেতা জসীম উদ্দিন, মোহাম্মদ খোকন, শংকর, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মহিনুর ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।