ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইজতেমায় বৃদ্ধ এক মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ইজতেমায় বৃদ্ধ এক মুসল্লির মৃত্যু ইজতেমায় বৃদ্ধ এক মুসল্লির মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত জেলা ইজতেমায় আবুল কাসেম (৮০) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বের) বেলা ১১টার দিকে ইজতেমা ময়দান সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় তিনি মারা যায়। মৃত আবুল কাসেম সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানা যায়, বৃদ্ধ আবুল কাসেম বেলা ১১টার দিকে রিকশায় করে ইজতেমা প্রাঙ্গণে প্রবেশ করে। সেসময় রিকশা থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান।

এতে ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মঈন উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজার ইজতেমার জিম্মাদার আতাউল করিম বাংলানিউজকে জানান, জুম্মার নামাজের পর ইজতিমা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আম বয়ানের মধ্যদিয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে তৃতীয়বারের মতো শুরু হয়েছে জেলা ইজতেমা।  

তাবলিগ জামাতের আয়োজনে শহরের সাগর পাড়ের ডায়াবেটিস পয়েন্টে অনুষ্ঠিত ইজতেমার শুরুতে বয়ান করেন কক্সবাজার বিমানবন্দর জামে মসজিদের খতীব ও ইজতেমা বাস্তবায়ন কমিটির জিম্মাদার আতাউল করিম।

প্রতিদিন ফযরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান চলবে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।