ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
‘সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করুন’ বক্তব্য দিচ্ছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এর ফলে সন্তানরা অনৈতিক কাজে জড়াবে না।’

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)-জাহেদ ব্রাদার্স ক্যারাম লিগ ২০১৭-১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে এম এ আজিজ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিজেকেএস’র ক্যারাম কমিটির সভাপতি মোহাম্মদ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেসার্স জাহেদ ব্রাদার্সের প্রোপাইটর মো. জাহেদুল হক।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, এনামুল হক, হাফিজুর রহমান, আলী আব্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরও বলেন, খেলোয়াড়রা যাতে ভালোভাবে অনুশীলন করতে পারে সেজন্য আধুনিক মানের ক্যারম বোর্ড দেওয়া হবে।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা খুবই প্রয়োজন উল্লেখ করে মেয়র আরও বলেন, শুধু পড়ালেখা করলে হবে না। এর পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। এরফলে মন ও শরীর সুস্থ থাকবে। কাজে আসবে একাগ্রতা ও চাঞ্চল্যতা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।