ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
শাহ আমানতে আমদানি নিষিদ্ধ সিগারেট আটক শাহ আমানতে আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ২৫৮ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আসা মোহাম্মদ শহিদুল আলম রাউজান উপজেলার জগন্নাথহাট এলাকার বাসিন্দা। স্ক্যানিং ফাঁকি দিয়ে লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় লাগেজে তল্লাশি চালিয়ে এসব সিগারেট আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, শহিদুলের দুটি লাগেজে ২৫৮ কার্টনে ৫ লাখ ১৫ হাজার ৫০০ শলাকা সিগারেটের মধ্যে ১৬৮ কার্টন কোরিয়ার তৈরি ইজি লাইট ব্রান্ডের এবং ৯০ কার্টন ৫৫৫ ব্রান্ডের।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ।

সিগারেটের শুল্কহার প্রায় ৪৫০ শতাংশ। শুল্ক ফাঁকি দিতেই সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

শুল্ক-করসহ আটক সিগারেটের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩০ঘন্টা, ডিসেম্বর ০৭, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।