ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশে স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
বাংলাদেশে স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি বাংলাদেশে সৈরাচারের শেষ রক্ষা হয়নি

চট্টগ্রাম: নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার নব্য স্বৈরাচার সরকারে পরিণত হয়েছে। সরকারের নীপিড়ন নির্যাতন অতীতের স্বৈরাচার এরশাদ সরকারকেও হার মানিয়েছে।

সরকার ফ্যাসিস্ট কায়দায় জনগণের উপর জুলুম-নির্যাতন, নীপিড়ন চালাচ্ছে। কিন্তু কোন সৈরাচার সরকারের শেষ রক্ষা এইদেশে হয়নি।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আশির দশক শেষে স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনে শহীদ নুর হোসেন, শহীদ মোজাম্মেল, জিহাদ, ডা. মিলনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। হারানো গণতন্ত্র পুনঃরুদ্ধারে মহান বিজয় মাসে আমাদের শপথ নিতে হবে।

বুধবার (৬ ডিসেম্বর) নগর বিএনপির দলীয় কার্যালয় নাছিমন ভবন মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বৈরাচার পতন দিবস উপলক্ষ্যে নগর বিএনপির এ সভায় আয়োজন করে।

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনে যেভাবে সরকারকে পালাতে হয়েছে ঠিক সেভাবে এ সরকারকেও পালাতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, ইসকান্দার মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতির মঞ্জুরুর রহমান চৌধুরী, কমিশনার আজম উদ্দীন, থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।