ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওয়েকআপ চিটাগাংয়ে তারুণ্যের জয়গান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ওয়েকআপ চিটাগাংয়ে তারুণ্যের জয়গান ওয়েকআপ চিটাগাংয়ে তারুণ্যের জয়গান

চট্টগ্রাম: তরুণদের দক্ষতা উন্নয়নে ওয়েকআপ চিটাগাং'র মত আরও বেশি অনুষ্ঠান আয়োজনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে হামার স্ট্রেংথ ও গ্রেগ্রুসের আয়োজনে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে 'ওয়েকআপ চিটাগাং'র উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।  

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীরা যখন পাস করে বের হয়, তখন অনেকে সিদ্ধান্ত নিতে পারে না কোন পেশায় যাবে।

নিজের দক্ষতাকে অনেকে যথাযথভাবে কাজে লাগাতে পারে না। এ বিষয়টিকে প্রাধান্য দিয়েই ওয়েকআপ চিটাগাং অনুষ্ঠানের আয়োজন করেছে।
যা তরুণদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের এগিয়ে নিতে এ ধরনের দক্ষতা উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন প্রফেসর ড. আবু নোমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ু্ব বাচ্চু, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, সানসাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, হামার স্ট্রেংথের চেয়ারম্যান রুম্মান আহমেদ, গ্রেগ্রুসের সিইও আজিজুল কাদের।

অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে ছিলেন কন্টেন্ট ভিত্তিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক, ইউটিউভার সালমান মোক্তাদির, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, লেখক সাদাত হোসেন, অভিনেতা মিশু সাব্বির, শিল্পী ইমরান প্রমুখ।

দক্ষতা উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।