ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোটেলে ডাকাতদের বৈঠকে পুলিশের হানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
হোটেলে ডাকাতদের বৈঠকে পুলিশের হানা উদ্ধার করা অস্ত্র

চট্টগ্রাম: আবাসিক হোটেলে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এতে ডাকাতির পরিকল্পনা ভেস্তে গেছে। পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র-গুলিও উদ্ধার করেছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে নগরীর আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডে কুমিল্লা হোটেলে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার হওয়া চারজন হলেন, ফটিকছড়ির মো.মোর্শেদ প্রকাশ রাশেদ (২৮), শহিদুল ইসলাম সৌরভ (২১) ও ফয়জুল কবির সুজন (৩৫) এবং সীতাকুণ্ডের জাহিদুল ইসলাম রাজু (২৪)।

তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি, একটি শাটারগান ও ৫ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, চারজন কার্পেন্টার, রঙের কাজসহ বিভিন্ন পেশায় আছে।

তবে পর্দার আড়ালে তারা সবাই ডাকাত। অপরাধীদের আখড়া সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকায় তাদের আস্তানা।

‘জঙ্গলসলিমপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মশিউর বাহিনীর শীর্ষ ক্যাডার রাশেদ। অন্যরা তার সহযোগী। নজির আহমদ চৌধুরী রোডে আইন কলেজের পাশে একটি বাসায় ডাকাতির জন্য তারা জড়ো হয়েছিল।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের বৈঠকে অভিযান চালায়। ’

নগরীর কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের তথ্য দিয়েছেন আসিফ মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।