ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পায়ে বেঁধে ইয়াবা পাচারে নারী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
পায়ে বেঁধে ইয়াবা পাচারে নারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে ৪৭০০ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এদের মধ্যে দুজন নারী আছেন, যারা পায়ের সঙ্গে ইয়াবার প্যাকেট বেঁধে টেকনাফ থেকে গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়েছে।

চারজনের মধ্যে দুই নারী হলেন ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫) ও টেকনাফের আনোয়ারা বেগম (৪৫)।

  এছাড়া গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালোকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বাংলানিউজকে বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে তিনজনের গোপালগঞ্জ যাবার কথা ছিল।

  আনোয়ারা এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে আটক করেছি।

এই ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।