ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে ‘স্কিল ডেভেলপমেন্ট’ নিয়ে সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
প্রিমিয়ারে ‘স্কিল ডেভেলপমেন্ট’ নিয়ে সেমিনার প্রিমিয়ারে ‘অন স্কিল ডেভেলপমেন্ট’ নিয়ে সেমিনার

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ‘স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নগরীর দামপাড়ায় অবস্থিত ব্যবসায় প্রশাসন অনুষদে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের ১২০ জন শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও  চিফ এক্সিকিউটিভ অফিসার আয়মান সাদিক।

তিনি এমন একটি আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইন্টারভিউ স্কিল, প্রেজেন্টেশন স্কিল, সিভি রাইটিং, কর্পোরেট গ্রুমিং ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

 

সেমিনারে ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী ডিন মঈনুল হক এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সাদিয়া আখতার-সহ অনুষদ ও মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান বক্তা আয়মান সাদিকের হাতে ক্রেস্ট তুলে দেন সহকারী ডিন মঈনুল হক এবং  বিভাগীয় চেয়ারম্যান সাদিয়া আখতার।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।