ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টমসের পচা ফলে দুর্গন্ধ, বিমানবন্দর সড়কে ব্যারিকেড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কাস্টমসের পচা ফলে দুর্গন্ধ, বিমানবন্দর সড়কে ব্যারিকেড প্রতীকী

চট্টগ্রাম: লোকালয়ে কাস্টমসের জব্দ করা পচা ফলমূল ফেলে দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদে নগরীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।  এসময় প্রায় আধাঘণ্টা ধরে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।  বিমানযাত্রীদের ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিমানবন্দরের অদূরে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন বিজয়নগর এলাকায় আধাঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারি বাংলানিউজকে বলেন, কাস্টমস চট্টগ্রাম বন্দর দিয়ে আসা ফলমূল বিভিন্ন সময় জব্দ করে।

  বিপুল পরিমাণ ফলমূল পচে যাবার পর কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো এয়ারপোর্ট রোডের বিজয়নগর এলাকায় ডাম্পিং শুরু করেছে।   পচা ফলের দুর্গন্ধে ক্ষুব্ধ হয়ে এলাকার কয়েক হাজার লোক সকালে রাস্তায় ব্যারিকেড দিয়েছিল।

ঘটনাস্থলে থাকা পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, ৯৫ ট্রাক পচা ফলমূল বিজয়নগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কাস্টমস।   সোমবার প্রায় ২০ ট্রাক ফেলে গেছে।   আজ (মঙ্গলবার) আরো ১০ ট্রাক ফেলার জন্য এনেছে।  

‘গতকাল যেগুলো ফেলে গিয়েছিল সেগুলোর দুর্গন্ধে এলাকার মানুষ ‍অতীষ্ঠ হয়ে গেছে।   আজ (মঙ্গলবার) এক ট্রাক ফেলার পরই এলাকার লোকজন জড়ো হয়ে এসে বাধা দেয়।   তারা কাস্টমসের বিরুদ্ধে মিছিল করে সড়ক অবরোধ করে।   পরে আমরা এসে তাদের সরিয়ে দিয়েছি। ’

স্থানীয়দের বাধায় কাস্টমস কর্তৃপক্ষ বাকি ফল ট্রাক থেকে নামাতে পারেনি বলে জানিয়েছেন এস আই মামুনুর রশীদ।

এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে এলাকার প্রতিনিধি, কাস্টমস কর্তৃপক্ষ, পতেঙ্গা থানার ওসি বৈঠকে বসেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আকস্মিক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যানবাহন আটকে যায়।   চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের বিমানযাত্রীদের অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।