ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে সাংবাদিকদের আনন্দ র‌্যালি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে সাংবাদিকদের আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় চট্টগ্রামে আনন্দ র‌্যালি করেছেন সাংবাদিকরা।  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের হয়।  এর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী ও আসিফ সিরাজ এবং সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ।

এসময় সিইউজের অর্থ সম্পাদক উজ্জল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, সাংবাদিক অনিন্দ্য টিটো, রাজেশ চক্রবর্তী, এস এম ইফতেখারুল ইসলাম, সোহেল সরওয়ার ও প্রীতম দাশ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে।   ৪৬ বছর আগে ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতাকামী সাত কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।  

‘তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।  নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা। ’

ছবি:বাংলানিউজ

সাংবাদিক নেতারা বলেন, ৭ মার্চের ভাষণই ছিল আমাদের মুক্তিযুদ্ধ শুরুর প্রকৃত ডাক।   বঙ্গবন্ধু সেই ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন যুদ্ধ ছাড়া বাঙালির মুক্তি হবে না।   সেই ঐতিহাসিক ভাষণ এখন শুধু বাংলাদেশ এবং বাঙালির সম্পদ নয়।   এটি এখন সারা বিশ্বের সম্পদ।   এটি এখন সার্বজনীন ঐতিহ্য।

র‌্যালি ও সমাবেশ শুরুর আগে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।  

র‌্যালির পর নগরীর প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।   বাদ্য বাজিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে চট্টগ্রামের সংবাদকর্মীরা এতে মিলিত হন।   র‌্যালি নগরীর জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা হয়ে আবারো প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।