ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের চিকিৎসায় চট্টগ্রামের ডাক্তারদের প্রশংসা ব্যাংককে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
মেয়রের চিকিৎসায় চট্টগ্রামের ডাক্তারদের প্রশংসা ব্যাংককে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের চিকিৎসায় ব্যাংককের বামরুনগ্রাদের বিশেষজ্ঞ ডাক্তাররা প্রশংসা করেছেন। তারা বলেছেন চিকিৎসা সঠিকভাবে হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে মেয়রের সঙ্গে থাকা জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বাংলানিউজকে একথা জানান।

তিনি বলেন, তিন দিন ধরে মেয়রের বিভিন্ন ধরনের চেকআপ হয়েছে।

পায়ের হাড় সম্পূর্ণ জোড়া লেগেছে। তবে চার মাস একটু সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন ডা. পানিয়া।
মেয়র মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের চট্টগ্রাম-ব্যাংকক ফ্লাইটে চট্টগ্রাম ত্যাগ করেছিলেন মেয়র।

চসিকের ভারপ্রাপ্ত মেয়র জোবাইরা নার্গিস খান

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।