ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডেলিভারির জন্য হাসপাতালে আসার পথে উল্টে গেল গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ডেলিভারির জন্য হাসপাতালে আসার পথে উল্টে গেল গাড়ি

চট্টগ্রাম: আনোয়ারার বকতিয়ার পাড়া থেকে ডেলিভারির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসার পথে সিএনজি অটোরিকশা উল্টে প্রসূতিসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে নগরীর নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, আনোয়ারার বখতিয়ার পাড়ার সকিনা বেগমের (৩৬) নিরাপদ ডেলিভারির জন্য শহরে আসছিলেন সিএনজি অটোরিকশায় করে।

গাড়িটি নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক চাঁদপুরে কচুয়ার মো. রহিম (৬৫), সকিনার স্বজন সালমা খাতুন (৩৫), মো. ইদ্রিস (৫০), আবদুর রশিদ (৬০) আহত হন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয় বিকেল তিনটা ৫৫ মিনিটে।
 

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।