ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক

১৭৮ জনের গৃহকরের ভ্যালু কমল ৭০%

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
১৭৮ জনের গৃহকরের ভ্যালু কমল ৭০% ১৭৮ জন আপিলকারীর ৭০ দশমিক ০৭ শতাংশ কমিয়েছে চসিকের আপিল বোর্ড

চট্টগ্রাম: পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নে প্রাথমিকভাবে ধার্য করা ভ্যালুর ওপর শুনানি শেষে ১৭৮ জন আপিলকারীর ৭০ দশমিক ০৭ শতাংশ কমিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আপিল বোর্ড।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চসিকের রাজস্ব সার্কেল-৮ এর আপিল শুনানি শেষে এ ভ্যালু কমানো হয়।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক।

আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

আপিল রিভিউ বোর্ড ৬ জন গরিব হোল্ডারকে বছরে ৩০০ টাকা ভ্যালুতে নামমাত্র ৫১ টাকা হোল্ডিং ট্যাক্স ধার্য করে দিয়েছে।

১৭৮ জন আপিলকারীর অ্যাসেসমেন্ট ভ্যালু ৪ কোটি ২৬ লাখ ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ১ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা ধার্য করেছে। ফলে ২ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা ভ্যালু কমেছে।

চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, আপিল বোর্ডের ২০ কর্ম দিবসে ৪১২৯ জন আপিলকারীকে শুনানিতে উপস্থিত হতে নোটিশ ইস্যু করা হয়। এর মধ্যে ৩৭৮৩ জন শুনানিতে আসেন। তাদের গড়ে ৭২ শতাংশ ছাড় দেওয়া হয়। ২৭৩ জন বছরে ৫১ টাকা টোকেন ট্যাক্স পরিশোধের অনুমতি পেয়েছে। বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত চসিকে আপিল জমা পড়েছে ৬৬ হাজার ৩০২টি।    

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।