ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আ’লীগের দু:সময়ে সাহসী ভূমিকা রেখেছেন কাশেম মাস্টার’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
‘আ’লীগের দু:সময়ে সাহসী ভূমিকা রেখেছেন কাশেম মাস্টার’

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এবিএম আবুল কাশেম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলের কার্যালয়ে আবুল কাশেম মাস্টারের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম সভায় বলেন, তৃণমূল থেকে গড়ে উঠা বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত নেতা ছিলেন কাশেম মাষ্টার।  আওয়ামী লীগের চরম দু:সময়ে তিনি সংগঠনকে শক্তিশালী করতে সাহসী ভূমিকা রেখেছেন।

সহজ-সরল সাধাসিধে জীবন যাপনে অভ্যস্ত কাশেম মাষ্টারের মত কর্মীবান্ধব নেতা বর্তমানে রাজনীতিতে বিরল।

একই সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নূরুল আলম চৌধুরী বলেন, আবুল কাশেম মাষ্টার ছিলেন প্রকৃত গণমানুষের নেতা।

আমৃত্যু তিনি সীতাকুন্ডের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক ভবতোষ নাথ, কার্যকরী কমিটির সদস্য জাফর আহমেদ, ফোরকান উদ্দিন আহমেদ, শওকত আলম, শাহনেওয়াজ চৌধুরী, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ম ম দিলসাদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সেলিম উদ্দিন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য রাশেদ খান মেনন, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি বখতেয়ার সাঈদ ইরান ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং প্রয়াতের ছোট ছেলে এস এম আল নোমান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।