ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইপি নির্বাচিত হওয়ায় এম এ মোতালেবকে সংবর্ধনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
সিআইপি নির্বাচিত হওয়ায় এম এ মোতালেবকে সংবর্ধনা সিআইপি নির্বাচিত হওয়ায় এম এ মোতালেবকে সংবর্ধনা

চট্টগ্রাম: রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চতুর্থবারের মতো সিআইপি নির্বাচিত হওয়ায় বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যন এম এ মোতালেবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  বনফুল-কিষোয়ান অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার নগরীর আগ্রাবাদে শেখ মুজিব রোডে বনফুল কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়েছে।

বনফুল গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, যে দেশের রপ্তানি বাণিজ্য যত সমৃদ্ধ সেই দেশের অর্থনীতিও তত সমৃদ্ধ।  রপ্তানি আরো বিস্তৃত করতে উৎপাদনে নতুন নতুন পণ্য সংযোজন করতে হবে।

  গুণগত মান অক্ষুন্ন রাখতে হবে।

বনফুল গ্রুপের কোম্পানি সচিব রাখাল সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ও বনফুল ফুডস্টাফ দুবাইয়ের পার্টনার মো. জাবেদ, বনফুলের পরিচালক এম এ খালেক, কিষোয়ান গ্রুপের পরিচালক ওয়াহিদুল ইসলাম, কিষোয়ান এগ্রো প্রোডাক্টস লিমিটেডের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম চৌধুরী, ইউনাইটেড ফ্লাওয়ার মিলের পার্টনার মৌলানা মাহমুদুল হক, বনফুল জোন পার্টনার আব্দুল হাকিম, নুরুল হক, বনফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দীন, মহাব্যবস্থাপক আমানুল আলম, মহাব্যবস্থাপক (উৎপাদন) শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দীন চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার মোখলেসুর রহমান, উপমহাব্যবস্থাপক (বিপণন) জহির উদ্দীন মজুমদার, উপ-কোম্পানী সচিব রাকিব উদ্দীন, সহ মহাব্যবস্থাপক (হিসাব) মো. রিদোয়ান,  সহ মহাব্যবস্থাপক (বিক্রয়কেন্দ্র) আবু তালেব এবং সহ মহাব্যবস্থাপক (উৎপাদন) আরিফুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।