ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির কাগজ চুরি করে টাকা আদায়, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
গাড়ির কাগজ চুরি করে টাকা আদায়, গ্রেফতার ১

চট্টগ্রাম: গাড়ির কাগজ চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায় করা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নগরীর বন্দর এলাকা থেকে আবুল হাশেম (৪৪) নামে ওই চোরকে গ্রেফতার করা হয়েছে।

আবুল হাশেমের কাছ থেকে কয়েকটি চোরাই গাড়ির কাগজ উদ্ধারের কথা জানানো হয়েছে নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এই চক্রের সদস্যরা নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী হিউম্যান হলারে যাত্রী সেজে ড্রাইভারের পাশে বসে।   কৌশলে গাড়ীর রেজিস্ট্রেশন কপি, লাইসেন্স, এবং প্রয়োজনীয় কাগজ চুরি করে নেয়।

  এরপর ফেরত দেওয়ার নামে মালিকের কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।