ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২১২ জন আপিলকারী ছাড় পেলেন ৭৬.৪৭%

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
২১২ জন আপিলকারী ছাড় পেলেন ৭৬.৪৭% চসিকের আপিল রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক

চট্টগ্রাম: পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নে প্রাথমিক অ্যাসেসমেন্ট ভ্যালুতে আপত্তি জানিয়ে করা আপিলের শুনানি শেষে ২১২ জন হোল্ডারের ভ্যালু কমেছে ৭৬ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে ৩০ জনকে দেওয়া হয়েছে ৩০০ টাকা ভ্যালুতে বছরে ৫১ টাকা গৃহকর পরিশোধের সুযোগ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে বুধবার (২২ নভেম্বর) রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক।

আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান প্র্রমুখ উপস্থিত ছিলেন।

 

শুনানিতে অংশ নিতে চসিকের রাজস্ব সার্কেল-৭ এর ২২০ জন আপিলকারীকে নোটিশ ইস্যু করা হয়। এর মধ্যে ২১২ জন শুনানিতে অংশ নেন।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, আপিল রিভিউ বোর্ডে ২১২ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভ্যালু ৩ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে ৮১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা চূড়ান্ত হয়েছে। প্রাথমিক অ্যাসেসমেন্ট ভ্যালু থেকে ২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ১০০ টাকা কমেছে।

আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী হোল্ডিং মালিকরা বিনামূল্যে পি ফরম সংগ্রহ করে আপিল করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।