ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাই ইকোনমিক জোনের ভবন তৈরি ডায়মন্ড সিমেন্টে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মিরসরাই ইকোনমিক জোনের ভবন তৈরি ডায়মন্ড সিমেন্টে ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী ও ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাজাহান চৌধুরী চুক্তিতে সই করেন।

চট্টগ্রাম: মিরসরাই ইকোনমিক জোনের প্রশাসনিক ভবন তৈরি হবে ডায়মন্ড সিমেন্ট দিয়ে। এ লক্ষ্যে মঙ্গলবার (২১ নভেম্বর)নির্মাতা প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের সাথে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চুক্তি সই হয়েছে।

ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী ও ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাজাহান চৌধুরী চুক্তিতে সই করেন।

এ সময় ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের পরিচালক মোহাম্মদ ইমরান চৌধুরী, নির্বাহী পরিচালক এসসি পাল, ম্যানেজার (লজিস্টিক) সুভাষ চন্দ্র দাস, লজিস্টিক অফিসার বিমল চক্রবর্তী, এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস) আসিফুর রহমান এবং  ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুর রহিম, সিনিয়র ম্যানেজার (করপোরেট সেলস)  দীপ্তিমান দাস, ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. আমান উল্লাহ চৌধুরী, অ্যাসিস্টেন্ট ম্যানেজার  বেলাল আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ কামাল উদ্দিন রাশেদ প্রমুখ।

২৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইকোনোমিক জোন কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।