ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৩ টন জাটকা ইলিশ জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
সাড়ে ৩ টন জাটকা ইলিশ জব্দ কর্ণফুলী থেকে জব্দ করা জাটকা

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে ট্রলার থেকে খালাস করে পাচারের সময় সাড়ে তিন টন জাটকা ইলিশ জব্দ করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।   

বুধবার (২২ নভেম্বর) সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন মো. জাকির হোসেন, এসএম সাজ্জাদ উদ্দিন ও মোহাম্মদ হাসান আহসানুল কবির।

মোহাম্মদ জহিরুল হক বাংলানিউজকে জানান, কর্ণফুলীর ডিপ সি ঘাট বরাবর সাম্পান থেকে জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। ১৮৪ ব্লক (পলিথিনের প্যাকেট) জাটকা রয়েছে।

প্রতি ব্লকে কমবেশি ২০ কেজি জাটকা আছে।

জাটকাগুলো আল্লাহর দান ফিশের স্বত্বাধিকারী আবদুল কাদেরের জিম্মায় কর্ণফুলী কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের মাধ্যমে এসব জাটকা এতিমখানায় বিলি করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad