ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিযোগিতায় অংশ নিতে ভারত যাচ্ছে প্রিমিয়ারের মুটিং দল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
প্রতিযোগিতায় অংশ নিতে ভারত যাচ্ছে প্রিমিয়ারের মুটিং দল

চট্টগ্রাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বাংলাদেশ ছাড়িয়ে নিজেদের মেধা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সাথে নিজেদের অবস্থান তৈরি করছে। আশা করি, অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বসেরা হয়ে শুধু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করবে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় মুটিং দল সৌজন্য সাক্ষাত করতে আসলে উপাচার্য এসব কথা বলেন।

ভারতের ঐতিহ্যবাহী জি ডি গোয়েনকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আন্তর্জাতিক মুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করার প্রাক্কালে মুটিং দল উপাচার্যের সাথে সাক্ষাৎ করল।

এসময় উপাচার্য দলের সদস্যদের শুভকামনা জানান। মুটিং দলে আছেন আইন বিভাগের ছাত্র সৈয়দ মাঈনুল আলম সৌরভ, রনি বড়ুয়া এবং মো. জাহেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মুটিং দল আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ২৪ নভেম্বর থেকে ভারতের অরুণাচলে জি ডি গোয়েনকা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।