ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লরি চাপায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
লরি চাপায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। পেছনে ঘাতক লরিটি

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ মোড়ে লরি চাপায় মোহাম্মদ মোস্তফা নামের এক ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকায় দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনায় পড়েন।

মোহাম্মদ মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে বেরিয়ে আসা পণ্যবাহী লরিটি (সিএমডি নম্বর-৬১০০১১) মোহাম্মদ মোস্তফাকে চাপা দিলে তার শরীরের নিম্মাংশ থেঁতলে যায়। পাশাপাশি মাথা ও শরীরের বিভিন্ন জায়গায়ও গুরুতর আঘাত পান তিনি।

 পরে আরেক পুলিশ সদস্য বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় মোস্তফাকে পতেঙ্গা নেভি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় পৌনে সাতটার দিকে ওই ট্রাফিক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর।

এদিকে ইপিজেড থানা পুলিশ লরিটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।