ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমঝোতা পর্যন্ত চুয়েটের বাস শহরে আসবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সমঝোতা পর্যন্ত চুয়েটের বাস শহরে আসবে না চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের নগরীতে নিরাপদে যাতায়াত সমস্যা নিরসনে জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর নবী লেদুর সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত রোববার (১৯ নভেম্বর) রাতে এই পরিবহন নেতা ও তার অনুসারীদের সঙ্গে নগরীর অক্সিজেন মোড় এলাকায় সংঘর্ষের পর থেকে চুয়েটের কোনো বাস শহরে আসছে না। পাশাপাশি এ দুদিন নিরাপদে যাতায়াতের দাবিতে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন-অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সকল ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রভোস্টদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বৈঠকে বসেন।

এই বৈঠকে পুলিশের মধ্যস্থতায় বুধবার (২২ নভেম্বর) আবদুর নবী লেদুর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

এর আগ পর্যন্ত শহরে বাস না আসার সিদ্ধান্ত হয়। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর একটি সুষ্ঠু সমাধান চায়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।