ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হামজারবাগে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
হামজারবাগে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম: নগরীর হামজারবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় রাশেদ খান (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, রাশেদ খান মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা।

গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদুর রহমান জানান, বাচ্চাসহ রিকশায় করে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মিরসরাইয়ের মিঠানালা এলাকার জীবন আলী ভূঁইয়া বাড়ির মফিজুর রহমানের ছেলে রাশেদ খান।

তবে তার বাচ্চাটি সুস্থ আছে।

ষোলশহর রেলস্টেশন সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ওই পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ডেমু ট্রেন গেছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।