ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে আন্দ্রে নাফিস সাহেলির ‘দ্য প্রমিসড ল্যান্ড’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সাদার্নে আন্দ্রে নাফিস সাহেলির ‘দ্য প্রমিসড ল্যান্ড’ কবি আন্দ্রে নাফিস সাহেলির সঙ্গে অতিথি ও শিক্ষার্থীরা

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে কবি আন্দ্রে নাফিস সাহেলির দ্য প্রমিসড ল্যান্ড: পোয়েমস ফ্রম আইটিনারানট লাইফস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটির হলরুমে রোববার (১৯ নভেম্বর) সভায় প্রধান বক্তা ছিলেন কবি আন্দ্রে নাফিস সাহেলি।
 
এসময় কবি আন্দ্রে নাফিস সাহেলি দীর্ঘ আলোচনায় তাঁর বিভিন্ন লেখনীর পটভূমি ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে অর্জিত অভিজ্ঞতাগুলো কীভাবে তিনি সৃষ্টিকর্মে ফুটিয়ে তুলেছেন তা ধারাবাহিক বর্ণনা করেন।
 
সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।
 
সাদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক তানজিলা ইলিয়াসের সঞ্চালনায় সভায় ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার অফিসার চট্টগ্রামের মাসুদুল আলম, ইংরেজি বিভাগের প্রধান শাফিন মোহাম্মদ জন, অনুষ্ঠানের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসানসহ ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
২০১৭ সালে পেঙ্গুইন বুক থেকে কবি আন্দ্রে নাফিস সাহেলির দ্য প্রমিসড ল্যান্ড: পোয়েমস ফ্রম আইটিনারানট লাইফস বইটি প্রকাশিত হয়। কবি আন্দ্রে নাফিস সাহেলি মূলত কবি, সমালোচক ও  অনুবাদক। তিনি ২০টির বেশি ফিকশন ও কবিতা ইতালীয় ও ফ্রান্স ভাষায় অনুবাদ করেছেন। তার রচনাগুলো প্রকাশিত হয় অ্যামবিট, অর্টে, নিউ স্টেটসম্যান, নাইট অ্যান্ড ডে, পিএন রিভিউ,  পোয়েট্রি লন্ডন, দ্য স্পেকটেক্টর, সুইমার্স,  দ্য ওয়ারউইক রিভিউ, দ্য ইয়েলু নিব ও ওয়ার্ল্ড লিটারেচার টুডে প্রকাশনায়।
 
কবি আন্দ্রে নাফিস সাহেলির জন্ম ইতালির ভেনিসে হলেও বাবা ছিলেন ইরানি ও মা ইতালিয়ান। তবে বেড়ে উঠেছেন আবুধাবিতে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুস থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে স্নাতক ও ক্রিয়েটিভ রাইটিংয়ে এমলিট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আমিরিকার লস এঞ্জেলস এ ওটিস কলেজ অব আর্টস অ্যান্ড ডিজাইন ও হোয়াইটার কলেজে শিক্ষকতা করছেন আন্দ্রে নাফিস সাহেলি।
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।