ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আতুরার ডিপোতে কৃত্রিম তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আতুরার ডিপোতে কৃত্রিম তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড আতুরার ডিপোতে কৃত্রিম তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম: নগরীর আতুরার ডিপো এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে তৈরি পোশাক কারখানার টুকরা কাপড় (ঝুট) থেকে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে জানান, অয়েল মিল এলাকায় পুরোনো একটি চার তলা ভবনে দুই ইউনিটের কৃত্রিম তুলা তৈরির কারখানা ছিল।

এর মধ্যে পূর্ব পাশের কারখানাটিতে সোমবার (২০ নভেম্বর) রাত নয়টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের সাতটি গাড়ি পাঠানো হয়।

তারা কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর রাত থেকে সকাল পর্যন্ত বায়েজিদ স্টেশনের একটি গাড়ি ডাম্পিং কাজ করে।

তিনি জানান, তৈরি পোশাক কারখানার টুকরা কাপড় (ঝুট) সংগ্রহ করে এনে ওই কারখানা দুটিতে কৃত্রিম তুলা তৈরি করা হতো।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।