ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডাক্তারদের দুই গ্রুপে সংঘাত, আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
চট্টগ্রামে ডাক্তারদের দুই গ্রুপে সংঘাত, আহত ৫

চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় ডাক্তারদের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সংঘাতের ঘটনা।  

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বাংলানিউজকে বলেন, গোলপাহাড় মোড়ের পাশে ও আর নিজাম রোডে মেট্রোপলিটন হাসপাতালের ডা. আশফাকের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তিনজন ইন্টার্ন ডাক্তারের কথা কাটাকাটি হয়।

 

‘এর জেরে চমেক থেকে ইন্টার্ন ডাক্তাররা সংঘবদ্ধ হয়ে মিছিল করে মেট্রোপলিটন হাসপাতালে যান। পরে লোকাল ছেলেরাও আসে।

ডাক্তারদের মধ্যে দুই গ্রুপ হয়ে মারামারি শুরু করেন। ’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রকাশ্যে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষকে মারামারি করতে দেখা গেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

চমেকের পূর্ব গেইটে অবস্থান নেওয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মারামারির পর দুই গ্রুপ পাল্টাপাল্টি মিছিল বের করেছে। উভয়পক্ষে উত্তেজনা আছে।

নগর পুলিশের ডিসি মোস্তাইন জানান, আহতদের মধ্যে দুজনকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসক ও চমেক শাখা ছাত্রলীগের সভাপতি ডা. নাহিদ বাংলানিউজকে বলেন, আমরা মেট্রোপলিটন হাসপাতালে ডাক্তারদের সঙ্গে দেখা করে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওপর চড়াও হয়েছে।  

তার সঙ্গে চমেক ছাত্রসংসদের ভিপিও ছিলেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।