ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফিশারিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ফিশারিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের অভিযান

চট্টগ্রাম: অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালি থানার ইকবাল রোডের ফিশারিঘাট এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইকবাল রোডের ফিশারিঘাট এলাকার রাস্তা ও ফুটপাতের ওপর রাখা দোকানের মালামাল, মাছের খাঁচা ও ড্রাম অপসারণ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ ছাড়াও রাস্তা ও নালার ওপর অবৈধভাবে রাখা মালামালের স্তূপ করে ব্যবসা করার অপরাধে আশুতোষ দাশকে ৫ হাজার, গিয়াস উদ্দিনকে ৫ হাজার, নুরুল আলমকে ৫ হাজার, মিজানুর রহমানকে ৩ হাজার টাকা, জিকু বণিককে ৩ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কোতোয়ালি ও সিএমপি থানা পুলিশ এবং চসিকের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।