ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অদম্য বাংলাদেশ এখন এশিয়ার নতুন ইকোনমিক টাইগার 

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
অদম্য বাংলাদেশ এখন এশিয়ার নতুন ইকোনমিক টাইগার  প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন বক্তব্য দিচ্ছেন

চট্টগ্রাম: তরুন উদ্যোক্তা, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যক্তিত্ব প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘অবহেলা বঞ্চনার দিন শেষ। এখন নতুন করে নতুন দিনের প্রহর গুণছে বাংলাদেশ।

সোমবার (২০ নভেম্বর) জেলা শিল্প কলা একাডেমিতে ইংলিশ অলিম্পিয়ার্ড এর ইয়াং অন্ট্রপ্রিনার্স সামিটে কিনোট স্পিকার হিসাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এশিয়ার অর্থনৈতিক টাইগার হওয়ার পথে এগিয়ে যাচ্ছি আমরা ।

আমাদের মাথাপিছু আয় বেড়ে এখন ১৬১০ মার্কিন ডলার। ২০২১ যা হবে ২০০০ ডলার আর ২০৪১ এ ১২০০০ ডলার ।
জিডিপির গ্রোথ এখন ৭ দশমিক ২ শতাংশ। ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশ এখন পৃথিবীর ৩৩ তম অর্থনৈতিক শক্তিধর দেশ। শিক্ষার হার ৭১ শতাংশ আর আমাদের গড় আয়ু বেড়ে দাড়িয়েছে ৬১ বছরে। আমরা বিভিন্ন সূচকে তরতর করে এগিয়ে যাচ্ছি। নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ এখন ৬৪ তম যেখানে ভারতের অবস্থান ১২০ তম ।

তানভীর শাহরিয়ার রিমন বলেন, পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে বাংলাদেশের অর্থনৈতিক উত্তোরণ । আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু বানাচ্ছি, দেশে ১০০ টির মতো অর্থনৈতিক অঞ্চল হচ্ছে । ২৮ টি আইটি পার্ক হচ্ছে । কক্সবাজারে দুটো ট্যুরিজম ভিত্তিক ইকোনমি জোন হচ্ছে ।  

উপস্থিত তিন শতাধিক তরুণ তরুণীর উদ্দেশ্যে তিনি বলেন ২০৫০ এ তোমাদের মাঝ থেকে যে কেউ বিশ্বের শীর্ষ ধনী হতে পারে ।

দেশ এখন ডেমোগ্রাফিক ডেভিডেন্ডট এ আছে উল্লেখ করে তিনি বলেন, এ এক বিরাট সুযোগ । শুধু তোমাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে ।  এই বিশাল তরুণ সমাজের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। ।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।