ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিইসি

দ্বিতীয় দিনে অনুপস্থিত ৬৫৮৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
দ্বিতীয় দিনে অনুপস্থিত ৬৫৮৬

চট্টগ্রাম: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর দ্বিতীয় দিনের বাংলা পরীক্ষায় নগরীসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় ৬ হাজার ৫৮৬ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ৩ হাজার ৮৬০ জন ছাত্র ও ২ হাজার ৭২৬ জন ছাত্রী।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাংলানিউজকে জানান, বাংলা পরীক্ষায় ৩ হাজার ৭৯৪টি স্কুলের ১ লাখ ৭৭ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬৭ জন উপস্থিত ছিল।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এর মধ্যে পাহাড়তলীতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩৮৯, ইবতেদায়িতে ৪৯ জন, ডবলমুরিংয়ে প্রাথমিকে ৪৫২, ইবতেদায়িতে ২০ জন, বন্দরে প্রাথমিকে ৪১৬, ইবতেদায়িতে ৩৬ জন, পাঁচলাইশে প্রাথমিকে ৩৯১, ইবতেদায়িতে ১৩৫ জন, চান্দগাঁওয়ে প্রাথমিকে ৪৬৫, ইবতেদায়িতে ১০১ জন, কোতোয়ালীতে প্রাথমিকে ১৭৮, ইবতেদায়িতে ২২ জন, সাতকানিয়ায় প্রাথমিকে ১৮৪, ইবতেদায়িতে ১৮৩ জন, বাঁশখালীতে ২২৯, ইবতেদায়িতে  ২৬১ জন, রাউজানে প্রাথমিকে ৭৭, ইবতেদায়িতে ৮০ জন, সন্দ্বীপে প্রাথমিকে ১৯৬ জন, ইবতেদায়িতে  ৫৪ জন, ফটিকছড়িতে প্রাথমিকে ৩৬৩, ইবতেদায়িতে ১৮৪ জন, পটিয়ায় প্রাথমিকে ২১৯, ইবতেদায়িতে ১৩৫ জন, আনোয়ারায় প্রাথমিকে ১৬৫, ইবতেদায়িতে ১১৮ জন, বোয়ালখালীতে প্রাথমিকে ৭১, ইবতেদায়িতে ৮০ জন, লোহাগাড়ায় প্রাথমিকে ১৭৩, ইবতেদায়িতে ১২১ জন, চন্দনাইশে প্রাথমিকে ৮০, ইবতেদায়িতে ৮৭ জন, হাটহাজারীতে প্রাথমিকে ১১৮, ইবতেদায়িতে ৯৬ জন, রাঙ্গুনীয়ায় প্রাথমিকে ১০১, ইবতেদায়িতে ১০৮ জন, মিরসরাইয়ে প্রাথমিকে ১৪৯, ইবতেদায়িতে ৯০ জন, সীতাকুণ্ডে প্রাথমিকে ১৬৭, ইবতেদায়িতে ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ঝরে পড়ল’ ৬৪৩৫ শিক্ষার্থী

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad