ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা বিক্রেতা দম্পতির কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ইয়াবা বিক্রেতা দম্পতির কারাদণ্ড

চট্টগ্রাম: বাসায় তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় স্বামী-স্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.শাহেনূর এই রায় দিয়েছেন।

দণ্ডিত সাগর মিয়া (২৫) শুরু থেকেই পলাতক আছেন।

  তার স্ত্রী আরজু বেগম (২৩) গ্রেফতারের পর জামিনে গিয়ে পলাতক আছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নগরীর চান্দগাঁও থানার খেজুরতলা এলাকায় সাগরের বাসায় অভিযান চালায় ‍মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

  এসময় সাগর বাসায় ছিলেন না।   তার স্ত্রীকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মামলা দায়েরের পর ২০১৪ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।  ২০১৬ সালের ১৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়ার পর ৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad