ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন জনসচেনতা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন জনসচেনতা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন জনসচেনতা

চট্টগ্রাম: কেবল আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়, জনসচেনতাই কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সড়ক নিরাপত্তায় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১৯ নভেম্বর) নগরীর চান্দগাঁও এলাকায় ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে আয়োজিত নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন।

ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সমাজ সেবক আবদুর রহমান, মো. খোকন, এমদাদ, প্রকৌশলী এম এ হাশেম, প্রকৌশলী ওমর ফারুক, প্রকৌশলী মো. লোকমান, ডামন্ড সিমেন্টের ডিলার নাসির উদ্দিন, মো. সারোয়ার হোসেন, ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) আবদুর রহিম, ম্যানেজার (মার্কেটিং) এম এ মোতালেব, ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী ইশতিয়াক রায়হান মাহমুদ, নির্বাহী মো. সেলিম, মো. ওসমান, প্রকৌশলী এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

লায়ন হাকিম আলী বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ।

কিন্তু বর্তমানে দেশে যে হারে দুর্ঘটনা হচ্ছে তাতে লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় রয়ে যায়। তাই সবাইকে এখনই সচেতন হতে হবে।

তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্পোরেট প্রতিষ্ঠান ও বিত্তবানদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে সম্পৃৃক্ত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দ্বিতীয় পর্বে ডায়মন্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট টিমের প্রকৌশলীরা নিরাপদ বাড়ি বানানোর নানা দিক তুলে ধরেন। চান্দগাঁও, মোহরা ও কালুরঘাট অঞ্চলের বাড়ির মালিক এবং নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।