ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহেশখালে ৩ সেতু, ৪ কিমি প্রতিরোধ দেয়াল করছে চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
মহেশখালে ৩ সেতু, ৪ কিমি প্রতিরোধ দেয়াল করছে চসিক মহেশখালে ৩ সেতু, ৪ কিমি প্রতিরোধ দেয়াল করছে চসিক

চট্টগ্রাম: মহেশখালের ওপর তিনটি আরসিসি সেতু ও চার কিলোমিটার প্রতিরোধ দেয়াল করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে ফলক উন্মোচন করে নতুন এ প্রকল্পের  নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

 

প্রকল্পের আওতায় ২৬ নম্বর ওয়ার্ডের ডাইারশন খালের মুখ থেকে বেড়িবাঁধ পর্যন্ত উভয় পাশে ২ দশমিক ৮ কিলোমিটার, ১১ নম্বর ওয়ার্ডের ফইল্লাতলি বাজার সংলগ্ন গয়নার ছড়ার মুখ থেকে স্টেডিয়াম হয়ে রেললাইন পর্যন্ত ১ দশমিক ২৭ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মিত হবে। খালের উভয় পাশে আরসিসি রাস্তা হবে ৪ দশমিক ০৭ কিলোমিটার।

ডাইভারশন খালের মুখ, ২৬ নম্বর ওয়ার্ড অফিসের দক্ষিণ পাশ ও আব্বাসপাড়া সংলগ্ন খালের ওপর তিনটি সেতু নির্মিত ৬০ ফুট দীর্ঘ। এ ছাড়া প্রকল্প এলাকায় খালের পাড়ে বাগান ও মনোরম পরিবেশে বসার ব্যবস্থা থাকবে।

এ সময় প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোরশেদ আকতার চৌধুরী, এসএম এরশাদুল্লাহ, মোহাম্মদ আবুল হাসেম, এইচএম সোহেল, হাবিবুল হক, মো. শফিউল আলম, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, ফারহানা জাবেদ, জেসমিনা খানম, ফেরদৌসী আকবর, আফরোজা কালাম, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোছাইন, আবু ছালেহ, প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, বিপ্লব দাশ, আবু সাদাত মো. তৈয়বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়মত: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad