ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডুবুরিরা পেলেন সাঙ্গুতে নিখোঁজ শিশুটির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ডুবুরিরা পেলেন সাঙ্গুতে নিখোঁজ শিশুটির মরদেহ

চট্টগ্রাম: মাত্র ১০ বছর বয়স নাসরিন সুলতানার। এ বয়সেই কোরআনে হাফেজ সে। পড়ে মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার নিথর দেহটি তুলে আনেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অন্য শিশু-কিশোরদের সঙ্গে দোহাজারির দিয়াকুলের মো. তাসলিম উদ্দিনের মেয়ে নাসরিন সুলতানা মাছ ধরতে নেমেছিল সাঙ্গুতে। এর পর সে নিখোঁজ ছিল।

স্থানীয়ভাবে তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে আমরা ঘটস্থলে আসি।
 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে ২০-২৫ ফুট পানির নিচে নাসরিনের মরদেহটি পাওয়া যায়। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।