ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের দায়ে মো.মোস্তফা প্রকাশ শুক্কুর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন চৌধুরী এই রায় দিয়েছেন। দণ্ডিত মোস্তফার বাড়ি হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী নতুনপাড়া এলাকায়।

মোস্তফা হাজতে আছেন।

চট্টগ্রামের জেলা পিপি আ ক ম সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১০ সালের ৬ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে মোস্তফা তার স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মোস্তফা স্ত্রীর মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় ৭ এপ্রিল রোজিনার বাবা বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।

২০১০ সালের ১৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠনের পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭ 

আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।