ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাছ বোঝাই কাভার্ডভ্যানে ১ লাখ ২০ হাজার ইয়াবা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
মাছ বোঝাই কাভার্ডভ্যানে ১ লাখ ২০ হাজার ইয়াবা ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে মাছ বোঝাই একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  এসময় ৩ জনকে আটক করা হয়েছে।

 

 

নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই মেরিনার্স রোডের মুখে রোববার দিনগত রাত ২টায় কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায় পুলিশ।   এতে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো.শহিদুল্লাহ।

আটক তিনজন হলেন, কাভার্ড ভ্যানের চালক মো.মামুন বেপারি (৩৩) এবং দুই সহকারি শাহজাহান (৩২) ও আনোয়ার (২২)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, টেকনাফ থেকে আসা মাছ বোঝাই কাভার্ডভ্যানটি শাহ আমানত সেতু পার হয়ে ফিশারিঘাটের দিকে যাওয়ার সময় তল্লাশি চালানো হয়।

 এসময় গাড়িতে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

 

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭ 

আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad