ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
হাতির আক্রমণে নারীর মৃত্যু

চট্টগ্রাম: বন্য হাতির আক্রমণে মিনু আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাহাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিনু আরা বেগম একই এলাকার দুলা মিয়ার স্ত্রী। ওনাদের তিন মেয়ে ও ২ ছেলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বাংলানিউজকে জানান, বন্য হাতির আক্রমনে এক নারীর মৃত্যু হয়েছে। এমনকি ওই নারীর মরদেহ ছিন্নবিন্ন হয়ে হয়ে গেছে।

এক ছেলেকে নিয়ে পাহাড়ের পাদদেশে থাকতেন ওই নারী। পাহাড়ে শাক সবজির চাষ করে জীবিকা নির্বাহ করতেন। তবে ঘটনার সময় ওই নারী একা ছিল। ঘরের পাশেই বন্য হাতি আক্রমণ করেছে। ঘটনাস্থল থেকে ছিন্নবিন্ন হয়ে যাওয়া ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।