ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আহছানুল হুদা নতুনদের কাছে আদর্শ হয়ে থাকবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আহছানুল হুদা নতুনদের কাছে আদর্শ হয়ে থাকবে আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহছানুল হুদার নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

চট্টগ্রাম: আহছানুল হুদা ছিলেন মফস্বল সাংবাদিকতার বাতিঘর।অনিয়ম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তার লেখনী নতুন প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে। 

আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহছানুল হুদার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) আনোয়ারার চাতরী চৌমুহনী আল আমিন বারীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।  

আনোয়ারা প্রেসক্লাব ও ক্রিয়েটিভ ট্রাস্টের উদ্যোগে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশিষ্ট সংগঠক মাওলানা এসএম শাহজাহান প্রধান অতিথি ও আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, সাংবাদিক এম আলী হোসেন প্রধান আলোচক ছিলেন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম সঞ্চালনায় সভায় আলোচনা করেন  সাংবাদিক রফিকুল ইসলাম, খালেদ মনসুর, এমএ মান্নান, শিক্ষকনেতা রফিকুল ইসলাম সিদ্দিকী, সংগঠক নাছির উদ্দিন সিদ্দিকী, মাস্টার এয়াকুব আলী, ডিআইএম জাহাঙ্গীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।