ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
চবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের এক শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। 

অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ওই ইনস্টিটিউটের এক জরুরি বৈঠকে তা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে ইনস্টিটিউটের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মোজাফর আহমদ ও অধ্যাপক ড. আল আমিনকে সদস্য করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ নভেম্বর ফরেস্ট্রি ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়ারানির অভিযোগ করেন। ইনস্টিটিউটের পরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

 

এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে আরও দুই ছাত্রী একই অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠক ডেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. দানেশ মিয়া।

বাংলানিউজকে ড. দানেশ মিয়া বলেন, ‘ওই শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা। শিক্ষার্থীরা তার অপসারণ চেয়ে আবেদন করেছে। ’

‘বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন দেওয়ার পর সুপারিশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। ’ 

তিনি জানান, অভিযোগের তদন্ত করে কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া যৌন হয়রানির অভিযোগের তদন্ত চলার কারণে ড. রফিকুল হককে সব ধরনের একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান ড. দানেশ।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জেডইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।