ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোহরায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মোহরায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

চট্টগ্রাম: যৌতুকের জন্য শ্বাসরোধ করে রোশনি আকতার (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা  এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোশনি একই এলাকার মো. ইউনুসের স্ত্রী। তাদের সংসারে ২ বছরের এক মেয়ে আছে।

এদিকে, এ ঘটনায় স্বামী ইউনুসকে পুলিশ আটক করেছে।

নিহত রোশনির বাবা আবদুল মান্নান মনা বাংলানিউজকে জানান, 'যৌতুকের জন্য আমার মেয়েকে প্রায়সময় স্বামী গালি-গালাজ ও মারধর করতো।

বেশ কয়েকবার মেয়ে আমাদের বলছিল। এজন্যই স্বামী বাড়িতে শ্বাসরোধ করে রোশনিকে মেরে ফেলেছে। '

চান্দগাঁ থানার এসআই লিটন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যা নাকি আত্মহত্যা তা সঠিক বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।