ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩২৯ জনের গৃহকরের ভ্যালু কমেছে ৬৮.১২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
৩২৯ জনের গৃহকরের ভ্যালু কমেছে ৬৮.১২ শতাংশ চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম: পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নে ধার্য করা প্রাথমিক ভ্যালুর ওপর ৩২৯ জনকে গড়ে ৬৮ দশমিক ১২ শতাংশ ছাড় দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আপিল বোর্ড।

বুধবার (১৫ নভেম্বর) নগর ভবনে আপিল শুনানিতে ৪ গরিব হোল্ডারকে বছরে ৩০০ টাকা ভ্যালুতে মাত্র ৫১ টাকা কর ধার্য করা হয়েছে।    

৩২৯ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভ্যালু ৪ কোটি ৮০ লাখ ৭১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ১ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে আপিল বোর্ড।

ফলে অ্যাসেসমেন্ট ভ্যালু থেকে ৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা কমেছে।

আপিল রিভিউ বোর্ড দুভাগে শুনানিতে অংশ নেন।

মেয়রের দপ্তরে শুনানিতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক।

এ সময় আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

২৩৩৮ জনের গৃহকর আপিল নিষ্পত্তি ১৩ দিনে

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।