ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পূর্বকোণ সম্পাদকের জানাজায় মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
পূর্বকোণ সম্পাদকের জানাজায় মানুষের ঢল পূর্বকোণ সম্পাদকের জানাজায় মানুষের ঢল। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বৈরী আবহাওয়ার মধ্যেও দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর একমাত্র নামাজে জানাজায় মানুষের ঢল নেমেছে।

বুধবার (১৫ নভেম্বর) এশার নামাজের পর নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড় ছেলে তওসিফ চৌধুরী।

 

ঢাকা থেকে মরদেহ আসার পর প্রথমে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা সাতটা ১০ মিনিটে আনা হয় উচ্চ বিদ্যালয় মাঠে।

এ সময় বর্ষীয়ান এ কর্মবীরের দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন মরদেহ নিয়ে আসা গাড়ির কাছে। মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহীত উল আলম, দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

দৈনিক পূর্বকোণ সম্পাদকের নামাজে জানাজায় মানুষের ঢল।  ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

পারিবারিক সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ঢেউয়া হাজিপাড়ার (জলিল নগর) গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকার ধানমণ্ডি রেনেসাঁ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

দৈনিক পূর্বকোণের সম্পাদক আর নেই

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।