ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বারৈয়ারহাটে অভিযান চালিয়ে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বারৈয়ারহাটে অভিযান চালিয়ে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ বারৈয়ারহাটে অভিযান চালিয়ে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারহাট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

তিনি বাংলানিউজকে জানান, নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে বারৈয়ারহাট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৯৫০ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।