ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জুনিয়র চেম্বার সভাপতির শ্বশুরের মৃত্যুতে শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জুনিয়র চেম্বার সভাপতির শ্বশুরের মৃত্যুতে শোক মুক্তিযোদ্ধা মো. রফিক আহমদ (৫৯)

চট্টগ্রাম: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাংয়ের সভাপতি গিয়াস উদ্দিনের শ্বশুর মুক্তিযোদ্ধা মো. রফিক আহমদ (৫৯) আর নেই।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কর্মরত অবস্থায় রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘ ২৮ বছর আবুধাবি সিগমা পেট্রোলিয়াম কোম্পানিতে জিএমের (লজিস্টিক) দায়িত্ব পালন করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নিজ কর্মস্থলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ইউএই সরকারের সার্বিক সহযোগিতায় (বৃহস্পতিবার) সকাল ৭টায় তার মরদেহ বাংলাদেশে আসবে। এরপর জোহর নামাজের পর (বাদ জোহর) নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এশার নামাজের পর (বাদ এশা) হাটহাজারীর কাটিরহাট গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম চেম্বার পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা মার্শাল, জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি রাইসুল উদ্দিন সৈকত, জসিম আহমেদ প্রমুখ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।