ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্রীড়া কংগ্রেসে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন সিরাজউদ্দীন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ক্রীড়া কংগ্রেসে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন সিরাজউদ্দীন

চট্টগ্রাম: সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ইসলামী সলিডারিটি স্পোটর্স ফেডারেশনের ১০ম সাধারণ সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে যোগদান করতে আগামী ১৮ নভেম্বর সৌদি আরব যাচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজউদ্দীন মো. আলমগীর।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইসলামী সলিডারিটি স্পোটর্স ফেডারেশরের বর্তমান সদস্য দেশ ৫৯টি। সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের প্রিন্স আব্দুল্লাহ বিন মাসউদ বিন আব্দুল আজীজ আল সৌদ।

চট্টগ্রাম ক্রীড়াঙ্গন থেকে এই প্রথম কোন ক্রীড়া সংগঠক এধরনের বিশ্বমানের কোন ক্রীড়া কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন। আলমগীর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।