[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ ফাল্গুন ১৪২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

bangla news

পরীক্ষা শেষে লাশ হয়ে ফেরা দুই শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৪ ৭:৪১:২১ পিএম
নিহত এক শিক্ষার্থীর স্বজনদের আহাজারি। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

নিহত এক শিক্ষার্থীর স্বজনদের আহাজারি। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: সামনেই এইচএসসি পরীক্ষা। সে পরীক্ষার প্রস্তুতি হিসেবে কলেজে চলছে টেস্ট পরীক্ষা। মঙ্গলবার (১৪ নভেম্বর) একটি পরীক্ষায় অংশগ্রহণ শেষে বাড়ি ফিরতে অন্যদের মতো বাসের অপেক্ষায় ছিলেন আরেফা আবেদিন খান ও নিলাই সরকার।

কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই ঘাতক বাস কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। তারা দুজনেই কুয়াইশ বুরিশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত আছেন আরও একজন। তার নাম হোসাইন।

হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরিফ বাংলানিউজকে বলেন, পরীক্ষা শেষে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল ‍শিক্ষার্থীরা। এসময় একটি বাস দ্রুতগতিতে এসে তাদের গায়ের ওপর তুলে দেয়। এতে এক ছাত্র ও ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।তারা এখন কেবল স্মৃতি। ঘাতক বাস কেড়ে নিয়েছে দুজনের প্রাণ

এ ঘটনায় ঘাতক বাসটি ও তার চালককে আটক করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আরিফ।

তবে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পুলিশ পরিদর্শক আবদুল হামিদ বাংলানিউজকে বলেন, নিহত দুই ছাত্র-ছাত্রীর নাম আরেফা আবেদিন খান ও নিলাই সরকার। তাদের সাতটার দিকে মেডিকেল আনা হয়। তবে এর আগেই তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa