ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লবণের আড়ালে নিষিদ্ধ পলিথিন ব্যবসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
লবণের আড়ালে নিষিদ্ধ পলিথিন ব্যবসা লবণের আড়ালে নিষিদ্ধ পলিথিন ব্যবসা

চট্টগ্রাম: লবণ ব্যবসার আড়ালে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায়।

তিনি বাংলানিউজকে জানান, এসএম আলী সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজ নামে একটি লবণ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

অভিযানে গিয়ে দেখা যায়, লবণ ব্যবসার আড়ালে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি করে পাইকারি ও খুচরায় বিক্রি করছিল। এ অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি ৫০০ কেজি পলিথিন ব্যাগ ও পলিমার এবং পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

ভেজাল পণ্যসহ আইন বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করতে অভিযান অব্যাহত থাকার কথাও জানান মিল্টন রায়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।