[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

পেকুয়ায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৪ ৩:৩০:৫১ পিএম
পেকুয়ায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

পেকুয়ায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম: বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পেকুয়ায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম জানান, অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

আরবশাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি মৌলভী আব্দুল করিম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে জাহাঙ্গীরের মালিকানাধীন চায়ের দোকান, আজিজের মালিকানাধীন মুদি দোকান, দিদাদের মালিকানাধীন মোবাইলের দোকান, অসীমের মালিকানাধীন সেলুন ও সরওয়ারের মালিকানাধীন শীতবস্ত্রের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাঁচটি দোকানের কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa